CryptoCurrency আসলে কি?

Cryptocurrency হল ক্রিপ্টোগ্রাফিক কারেন্সি। ক্রিপ্টোগ্রাফী ব্যবহার করে তৈরী একধরনের ইলেক্ট্রোনিক মুদ্রা। যার মাধ্যমে খুব সহজে এবং খুবই অল্প খরচে অর্থ একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা যায়। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাষ্ট্রীগুলোর মধ্যে একটা এবং হাজার হাজার কারেন্সি থাকায় এগুলোকে একটার বিপরীতে অন্যটা বেচাকেনা করে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।

ট্রেডিং

ট্রেডিং

ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে টাকা কামানোর প্রধান উপায় ট্রেড করা। ট্রেড ছাড়া সম্মান জনক উপার্জন ক্রিপ্টো মার্কেটে আর কোনকিছুতে নেই। আমাদের এই সাইট থেকে আপনারা ট্রেড করার অনেক গুরুত্বপূর্ন বিষয় জানতে পারবেন ফলে আপনি একেবারে নতুন হলেও ট্রেড করা শুরু করতে পারবেন। অথবা মার্কেটে দীর্ঘ সময় ধরে থাকলেও অনেক গুরুত্বপূর্ন আইডিয়া পাবেন বলে আশা রাখি। ট্রেড করতে আপনারা এই লিষ্ট এর এক্সচেঞ্জগুলো ব্যবহার করতে পারেন।
Trade করার জন্য এক্সচেঞ্জ এর লিষ্ট
ষ্টেকিং

ষ্টেকিং

ট্রেড ছাড়া অন্যতম উপার্জনের উপায় হল স্টেকিং। মাইনিং এর বিকল্প হল স্টেকিং। মাইনিং করতে যে পরিমানে উপকরন প্রয়োজন হয় স্টেকিং এ তার কিছুই লাগে না। একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট। বর্তমানে আপনারা চাইলেই অনলাইনে স্টেক করতে পারেন। তাতে কিছু রিস্ক থাকলেও আপনার টেকনিক্যাল জটিলতায় জেতে হবে না। সাইট আপনার পক্ষ থেকে সব করে দিবে। আপনারা আমাদের স্টেকিং সেকশনে সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
Stake করার জন্য সাইটের লিষ্ট
বেটিং

বেটিং

আর একটি উপায় হল বেটিং। যদিও সব সময় মনে রাখতে হবে বেটিং এ কোনদিন লাভ করা সম্ভব না। হয়তো দুইদিন লাভ হলে পরে লাভের কয়েকগুন বেশি পরিমানে এক দিনে লস যাবে। আমাদের গ্রুপের নাম দেখেই বুঝতে পারছেন যে আমরা শুধু ট্রেড করাকেই প্রেফার করি। তবুও যদি কেউ একান্ত বেটিং সাইট নিয়ে কাজ করতে চান তবে তারা এই সাইটগুলো ব্যবহার করতে পারেন। আমরা এই সব সাইট ব্যবহার করে মানে Deposit আর Withdraw করে পরিক্ষা করে দেখেছি।
Betting এর জন্য সাইটের লিষ্ট